আ. লীগ-সম্পৃক্ততার অভিযোগে এনসিপির মৌলভীবাজার কমিটি স্থগিত

ছবি: সংগৃহীত

নতুন ঘোষিত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় কমিটি থেকে মৌলভীবাজার জেলা কমিটিকে বিষয়টি জানানো হয়।

বুধবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক (উত্তর) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ৩১ সদস্যের এই কমিটিতে খালেদ হাসানকে প্রধান সমন্বয়ক, নয়জনকে যুগ্ম সমন্বয়ক ও ২১ জনকে সাধারণ সদস্য করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত আগামী তিন মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু কমিটি ঘোষণার পরপরই বেশ কয়েকজন সদস্যের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে দলের ভেতরে বিতর্ক তৈরি হয়। সিলেট বিভাগের কয়েকজন নেতাকর্মী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাস মৌখিকভাবে কমিটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

জেলা কমিটির প্রধান সমন্বয়ক খালেদ হাসান কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।'

প্রীতম দাস বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদন্তের স্বার্থে কমিটি স্থগিত রাখা হয়েছে।

প্রীতম দাস আরও যোগ করেন, 'এই কমিটির অনেক সদস্যের সরকারবিরোধী আন্দোলন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে জড়িত থাকার ইতিহাস রয়েছে এবং তারা আগে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago