ইসি দ্রুত প্রস্তুতি শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করবে, আশা মির্জা ফখরুলের

আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

নির্বাচন কমিশন (ইসি) দ্রুত সব প্রস্তুতি শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, 'আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এজন্য যে, তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য…এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার।'

'আমরা আশা করব, নির্বাচন কমিশন এই কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সেই ধরনের গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিতে পারে এবং সেভাবে যেন তার কাজ করেন,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমি খুব আশাবাদী মানুষ। এখানে মান্না ভাই (মাহমুদুর রহমান মান্না) জানতে চেয়েছেন নির্বাচন হবে কি, হবে না। অনেকে বলেছেন যে, হবে না। কেন? নির্বাচন তো এদেশের মানুষ চায়। নির্বাচনের জন্য তো এদেশের মানুষ প্রাণ দিয়েছে। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্য দিয়ে।'

'এ জিনিসগুলো নিয়ে আমি মনে করি কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে, যত দ্রুত সম্ভব আমরা সংস্কারের কাজগুলো করে আমরা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্র উত্তরণের পথে যাই,' যোগ করেন তিনি।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টা এক বৈঠকে নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।

আজকের আলোচনা সভার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'আমরা সংসদ নির্বাচন করতে চাই। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকার শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যেন নির্বাচন হয়।'

তিনি বলেন, 'আমি মনে করি, নির্বাচন একটা হবে সেই নির্বাচন সবাইকে করতে হবে। যারা মনে করছে যে, এভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, সেখানে রাজনীতিই করতে পারবেন না।'

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি। কিন্তু বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে।'

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago