ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের আশা করে বিএনপি: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করে বিএনপি।

আজ রোববার শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দল এবং 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে।

শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'হাসিনা হচ্ছে মানবজাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। বিএনপির প্রথম কাজ হবে হাসিনাসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনা।'

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দ্বিতীয় কাজ হবে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত পরিবারগুলোর পুনর্বাসন করা ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা করতে না পারলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি আজই বলবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দলের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করার জন্য।

এসময় নির্বাচন নিয়ে তিনি বলেন, 'আমি গতকালও বলেছি, আজও বলছি নির্বাচন হবে। নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের বিষয়। আমি আজকেই দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করার। এই ফান্ডের মাধ্যমে এই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ইতোমধ্যে তারেক রহমান 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের মাধ্যমে এই কাজটি করছেন।

ফখরুল বলেন, 'অনুষ্ঠানে পরিবারের সদস্যরা আক্ষেপ প্রকাশ করেছেন। তারা আশা করেছিলেন রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে গণঅভ্যুত্থানের পর। নতুন একটি কাঠামো তৈরি হবে, একটি নতুন বাংলাদেশ দেখবে সবাই।'

'বিষয়টি হচ্ছে রাজনীতি অত্যন্ত সহজ পথ নয়৷ ইট ইজ নট এ বেড অফ রোজেজ। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই,' বলেন ফখরুল।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, ভিন্নমত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে। কেউ ওয়েলফেয়ার স্ট্রেটে বিশ্বাস করবে। এসব বিষয়গুলোকে একত্রিত করে রেইনবো স্টেট গঠন হবে, যার স্বপ্ন অনেক আগেই দেখেছিলেন খালেদা জিয়া।

ফখরুল আরও বলেন, আজকে সংস্কার নিয়ে যেসব কথা হচ্ছে, সংস্কার নিয়ে যেসব প্রস্তাব আসছে তার প্রত্যেকটা প্রস্তাব দলটি ২০২২ সালে দিয়েছিল।

তিনি বলেন, 'কতজন শহীদ হয়েছেন, আমার কতজন ত্যাগ স্বীকার করেছে এসব বিতর্কে যেতে যাই না। কারণ এসব আলোচনা স্বার্থপরতার পরিচয় বহন করে। আমাদের দায়িত্ব হচ্ছে জাতিকে উপরে তুলতে হবে। উদ্দেশ্য একটাই সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে— এই ধরনের একটি রাষ্ট্র চাই।'

Comments

The Daily Star  | English

Sabalenka beats Anisimova to win second straight US Open title

The Belarusian has not missed a hardcourt major final since 2022 and her latest trophy brings her Grand Slam haul to four, as she became the first woman to win back-to-back US Opens since Serena Williams claimed three straight from 2012 to 2014

3h ago