কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

কোনো কোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের ১৫ বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে রাজনীতি। এখন এই এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার আছে, তাকে সহযোগিতা দিয়ে আর দলগুলো সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। যেন একটা নির্বাচন করা যায়।

তিনি বলেন, আমি কোনো দল বা ব্যক্তিকে দোষারোপ করতে চাই না। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয়, তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। কারণ এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর। 

'আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছে। এটা প্রয়োজন ছিল', যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই।

তিনি আরও বলেন, অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি 'ভিলেন'। কিছু কিছু লোক বলার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, সব বিএনপির হাত দিয়ে হয়েছে। জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে। খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কেউ কেউ ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব কথাবার্তা বলেন-লেখেন, তা শুনে আমার দুঃখ হয়, কষ্টও হয়। মনে হয়, এদের একবার চিন্তা করা উচিত, সত্য প্রকাশ করা উচিত।

 

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago