নির্বাচনের আগে ৬ সচিব পদে পরিবর্তন
জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত ছয়জন সচিব অবসরে যাচ্ছেন। প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, তাদের জায়গায় নতুন সচিব নিয়োগের কাজ এগিয়ে রাখছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকজন কর্মকর্তাদের চাকরি জীবনের আদ্যোপান্ত খতিয়ে দেখার কাজ করছেন সরকারের দায়িত্বশীলরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান আগামীকাল বুধবার অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। গত সোমবার অবসর গমনের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এদিকে জানুয়ারিতে অন্তত তিনজন সচিব অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। গত রোববার পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেনের অবসর-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার তারিখ নির্ধারিত আছে।
আগামী ২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক এবং ৩ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ ওমর ফারুক অবসরে যাচ্ছেন।
আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার তারিখ নির্ধারিত আছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক তসলিমা কানিজ নাহিদা এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোস্তাফিজুর রহমানের।
তাদের মধ্যে কেউ কেউ এই সরকার সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে থাকার চেষ্টা করলেও সফল হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যদিও চুক্তিভিত্তিক নিয়োগে থাকা স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে, প্রশাসনের ১৫ ও ১৭ ব্যাচের কর্মকর্তাদের থেকে নতুন সচিব নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র।
সূত্রের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠানের প্রধান সচিব নিয়োগের তালিকায় স্থান পাওয়ার আলোচনায় আছেন।
এছাড়া তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবও পদোন্নতির তালিকায় থাকতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, সচিব পদোন্নতি সম্পূর্ণভাবে প্রধান উপদেষ্টার এখতিয়ার। কারা সচিব পদোন্নতি পাবেন, তা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যোগ্য কর্মকর্তাদের বিষয়ে তথ্য উপস্থাপন করে। আর সিদ্ধান্ত দেন সরকারপ্রধান।
নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনতে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সিনিয়র কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, সাধারণত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে ইসির সম্মতির প্রয়োজন হয়। নিয়মিত পরিবর্তনের বিষয়ে ইসির সম্মতির প্রয়োজন হওয়ার কথা না।


Comments