গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু এর একটা সীমা থাকা দরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু এর একটা সীমা থাকা দরকার। তা না হলে একটা তিক্ততা সৃষ্টি হবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'আমার বিশ্বাস এত সমস্যার পরও ১২টা মৌলিক বিষয়ে ঐকমত্য এসেছে, বাকিগুলোতে ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে, প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘণ্টা ধরে…অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যেগুলো তারা যেগুলো করতে চান।'

'আমার মনে হয়, এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে অতি দ্রুত নির্বাচনের যেটা মোটামুটি ধারণা পাওয়া গেছে লন্ডনে তারেক রহমান এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে…আমার মনে হয় সেটা হলেই অনেক সমস্যা, অনেক দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমি অনুরোধ করব এতটা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই ১৯৫২ ভাষা আন্দোলনের সফল হতে পারি, ১৯৬৯ এ সফল হতে পারি, ৭১ এ সফল হতে পারি, ২৪ এ সফল হতে পারি উইথ অল লিমিটেশনস…তাহলে আমরা এটাও পারব। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই আমরা এগিয়ে যেতে পারব।'

তিনি বলেন, 'আমি কারও সমালোচনা করতে চাই না। আজকে এই সময়টা পারস্পরিক বোঝাপড়ার সময়। একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ। তাদের একটা প্রতিনিধিত্ব থাকবে, তাদের একটা সরকার তৈরি হবে।'

'সব সমস্যাগুলো মিটে যাবে, তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্য দিয়ে আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছাবে, পৌঁছাতে পারবে…সেই জায়গায় আমরা যেতে চাই,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে…এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি…গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, অনেক কথা আসবে কিন্তু এর একটা সীমা থাকা দরকার। তা না হলে একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করে।'

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago