তরুণদের কাছে প্রথমবারের মতো ভোট চাইলেন তারেক রহমান

ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছাত্রদলের সমাবেশে অংশ নিয়ে প্রথমবারের মতো তরুণদের কাছে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'প্রথমবার আমি তোমাদের সেই আহ্বানের কথা বলব। কী সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।'

আজ রোববার রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন ভূমিকা পালন করতে হবে।'

তিনি বলেন, 'গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।'

'আমার আহ্বান থাকবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যৎ বাংলাদেশ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদের সেভাবে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে,' বলেন তারেক।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, এজন্য ক্যাম্পাসের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করে অনলাইন ও অফলাইনে লাইব্রেরিকেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।'

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'যদি তোমরা আগামীতে সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের জনগণও তোমাদের সঙ্গে থাকবে। এই দেশের জনগণই বিএনপির রাজনৈতিক সব ক্ষমতা উৎস।'

তিনি বলেন, 'বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই দেশের জনগণ বিভেদ, বিভাজনের রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago