গুমের ঘটনা জনসমক্ষে আনতে সরকার ব্যর্থ, বিচার নিশ্চিতে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়, নির্বাচন চায় গুমের বিচার নিশ্চিত করতে, বিচার ত্বরান্বিত করতে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'মায়ের ডাক' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে পাবলিকলি নিয়ে আসতে, পাবলিক শুনানি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।'

'তারা ব্যর্থ হয়েছে এই ইস্যুগুলো তাদের আত্মীয়দের, তাদের মায়েদের, তাদের ভাইদের কান্নাকে বন্ধ করতে। এটার জন্য তাদের (অন্তর্বর্তী সরকার) অবশ্যই জবাবদিহি করতেই হবে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের একটা দাবি ছিল এসব (গুমের) ঘটনার বিচার করতে হবে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং যতক্ষণ পর্যন্ত না বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকব।'

'একটা কথা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, প্রথম দিন থেকে আমরা এই গুম হওয়া পরিবারের সঙ্গে আছি। আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে আছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত হয়েছিলেন,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, তার মধ্যে একজনও বাকি নেই যে, যার বিরুদ্ধে শতশত মামলা নেই এবং সেই মামলায় গ্রেপ্তার হয়নি। তাই এ কথা ভাবাটা ভুল হবে যে, বিএনপি বিষয়গুলোকে এড়িয়ে যাবে।'

আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 'সেই দিনগুলোর কথা মনে পড়ে। আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের ৭ জন পর্যন্ত গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়।'

মির্জা ফখরুল বলেন, 'বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় (গুমের ঘটনার) বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য।'

'আমাদের কাছে গুম বা ডিজঅ্যাপিয়ারেন্স বই বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এই অনুষ্ঠানে একজন বললেন যে, ল্যাতিন আমেরিকার দেশগুলোতে এটা হয়। আমাদের দেশে এটা (গুম) আগে ছিল না। প্রথম ভয়াবহ দানব হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুমকে এদেশে নিয়ে এসেছে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজ এই প্রত্যাশা করব যে, আমাদের শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসার। সে যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, এর চেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ আর কিছু হতে পারে না।'

'আমরা সবাই জানি ডিজঅ্যাপিয়ারেন্স সম্পূর্ণ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আজকে এটা প্রমাণিত হয়েছে যে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী, হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে,' বলেন তিনি।

আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই, আপনারা আন্দোলন করে সেটাকে সফল করেছেন।'

আপনারাই দেখবেন, বিশেষ করে আমাদের তরুণ, যুবক, শিশুরা দেখবে যে, তাদের পিতা-ভাইয়ের প্রতি যে অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে। সবশেষে আমার দলের পক্ষ থেকে আমি বলতে চাই যে, আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন পর্যন্ত শাস্তি দিতে পারব, ততদিন থাকব,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

4h ago