ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফজলুর রহমানের পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, 'আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়। তথাপি বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।'

এতে আরও বলা হয়, 'এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।'

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago