গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ বানচাল করার সুযোগ নেই: কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, কোনো গণতান্ত্রিক দেশে কারও সভা-সমাবেশ বানচাল করার সাংবধানিক বা আইনানুগ সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, 'দেশবাসী এবং বিশ্বকে জানাতে চাই, চব্বিশের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়, আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।'

'আমিতো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটি আমি আশা করিনি। এটা যদি বলা হয় তাহলে, আওয়ামী স্বৈরাচারের চেয়ে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চেয়ে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার! মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না,' বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশে একমাত্র ও সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে, নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান—ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এটা মস্তবড় সংস্কার করতে হবে। আর কোনো কিছু অনির্বাচিত কারও দ্বারাই করা সম্ভব না, উচিত না এবং মানুষ সেটা মেনে নেবে না।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ আটক সবার মুক্তির দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

1h ago