আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই: কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, 'আমরা আওয়ামী লীগ চাই না, আমরা জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা বঙ্গবন্ধুকে চাই। বাংলাদেশকে চাই।'
'এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ-এটাকে বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা তাদের সাথে আছি,' বলেন তিনি।'
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে সখীপুর বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক তার বাসভবনে গিয়ে চিকিৎসা দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় প্রচণ্ড গরমের মধ্যে থাকায় কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছিলেন।
কাদের সিদ্দিকী বলেন, 'মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, তেমনই জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজারো কথা বলতে পারে আওয়ামী লীগ, কিন্তু তার সম্পর্কে আমার বিন্দুমাত্র, কোনো রকম সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা।'
তিনি বলেন, 'মানুষের পছন্দ-অপছন্দ গত ১৬ বছরে নষ্ট হয়ে গেছে। আমরা মানুষের পছন্দ-অপছন্দ আবার ফিরিয়ে আনতে চাই।'
কাদের আরও সিদ্দিকী বলেন, 'গত ৩০ আগস্ট ভূঞাপুরে মিটিং শেষে আমার পেছনে দালাল দালাল বলে স্লোগান দেওয়া হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। দালাল বলা খারাপ না। একাত্তরের দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে। জয় বাংলা চলবে না...চলুক। তুমি বলো চলবে না, আমি বলি চলবে। এটাও একটা রাজনীতি।'
'তাই কোনো প্রতিবাদ করলে, মিছিল করলে, করুক। মানুষ কী বলে সেটাকে একটু শুনে দেখো,' যোগ করেন তিনি।
Comments