অভ্যুত্থানের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে দেরি করা সব দেশে সিভিল ওয়ার চলছে: খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেসব দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে সিভিল ওয়ার চলছে।

'অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র দূরের কথা, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না,' বলেন তিনি।

আজ সোমবার উত্তরার দক্ষিণখান বাজারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'আমরা বোধ হয় রাজপথের পর্ব শেষ করেছি। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা (রাজনৈতিক দল) যে যা চান, সেটা করতে পারবেন। আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সবাইকে নিতে হবে।'

'এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে,' বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, 'ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যে সরকার-সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা যত বিলম্বিত হবে, দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

10h ago