নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির হাজারখানেক নেতাকর্মী জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়।
সমাবেশে এনসিপি নেতারা নিউইয়র্কে হামলার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন।
মিছিলে তারা 'আখতারের ওপর হামলা কেন, জবাব চাই দিতে হবে,' 'ওয়ান-টু-থ্রি-ফোর, আওয়ামী লীগ নো মোর', দালালি না রাজপথ, রাজপথ রাজপথ' ইত্যাদি স্লোগান দেন।
যোগাযোগ করা হলে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে আমাদের মহানগর উত্তর ও দক্ষিণের এবং কেন্দ্রীয় নেতারা অংশ নেন।'
মিছিলটি বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গিয়ে গতকাল বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা।
এ ঘটনায় সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না বলেই হামলার ঘটনা ঘটতে পেরেছে।'
Comments