রাষ্ট্র সংস্কার আন্দোলনের নামে পরিবর্তন, নতুন সভাপতি হাসনাত কাইয়ূম

ছবি: সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল 'রাষ্ট্র সংস্কার আন্দোলন' তাদের নাম পরিবর্তন করেছে। দলটির নতুন নাম 'বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন'।

আজ শুক্রবার রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে বিশেষ প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নির্বাহী কমিটিও গঠিত হয়েছে।

সম্মেলনে দলটির সারা দেশের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন। এ সময় সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম। এত দিন তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ২০১২ সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে কার্যক্রম পরিচালনা করে আসা একটি উদ্যোগ ২০২১ সালে রাজনৈতিক দলে রূপ নেয়। নাম হয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবার নামের শুরুতে 'বাংলাদেশ' যুক্ত করা হলো।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন দলের নবনির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, তিনি বলেন, ২০১২ সালে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে শুরু হওয়া একটা ছোট গ্রুপ আজ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে জনমত তৈরি করতে সমর্থ হয়েছে। কিন্তু মানবিক রাষ্ট্রের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। সেই লক্ষ্যে জুলাই সনদের একটি টেকসই এবং সবার কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের পদ্ধতি জরুরি। রাষ্ট্র সংস্কার আন্দোলন সেটির ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে।

হাসনাত কাইয়ূম বলেন, 'হাসিনার নির্বাচন কমিশন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি। পরে আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।'

বর্তমান নির্বাচন কমিশন দ্রুততম সময়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Mirpur Kalshi Vibahavari Community Center Building Fire

Fire at building in Mirpur’s Kalshi under control

10 fire engines brought the fire under control at 12:05am today

1h ago