আমরা বলিনি এই মার্কা দেওয়া যাবে না, ধানের শীষ নিয়ে টানাটানি কেন: ফখরুল

বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন—প্রশ্ন রেখে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।'
কারও নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, 'আমরা বলি নাই যে, তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?'
আজ শুক্রবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।
ফখরুল বলেন, 'টানাটানি এ জন্য যে, ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। গ্রামে-গঞ্জে সবখানে একটাই স্লোগান উঠেছে—বাংলাদেশে ধানের শীষ অপ্রতিরোধ্য। ওই জন্য ওটা রুখতে হবে, ওটা আটকে দিতে হবে। কারণ ধানের শীষ টিকে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে।'
তিনি বলেন, 'শেখ হাসিনা, মানে আমাদের সেই মনস্টার শেখ হাসিনা, তিনি এমনিতে পালিয়ে দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই ভিত্তি তৈরি করেছি…দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম নিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই গ্রাউন্ডটা আমরা তৈরি করেছি।'
'কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, এই কথাটুকু স্পষ্ট করে বলতে পারবেন, জোরে বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমার গণতন্ত্র রক্ষা করব,' যোগ করেন বিএনপি মহাসচিব।
নির্বাচনকে সামনে রেখে দেশের আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, 'আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকে আমরা (বিএনপি) কোনো মতেই বরদাশত করব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে।'
'অন্যথায়, আমরা সেটা মেনে নেব না। এই দেশের মানুষ সেটা মেনে নেবে না,' বলেন তিনি।
Comments