কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব, নেসকো কর্মকর্তাদের হুমকি সারজিসের

সারজিস আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, 'এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন?'

তিনি আরও বলেছেন, 'এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক... (শব্দটি প্রকাশযোগ্য নয়)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।'

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ সকল অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষ করে সমাপ্ত বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম এসময় নিজের নাম উল্লেখ করে বলেন, 'আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না, এটা আমার নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছাতে শুরু করেন। এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াপনা দেখানোর মত জায়গা না। খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বের হয়ে দেখে নেব, এরা এখানে এই পক্ষপাতমূলক আচরণ করে পঞ্চগড়ে কী করে অবস্থান করে।'

তিনি বলেন, 'যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন, তখনই কারও গায়ে জ্বালা ধরে যায়। তখনই এভাবে আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, পঞ্চগড়ের মাটিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট পরিচালনাকারী, দখলদার, মাদক ব্যবসায়ীদের আমরা যত দিন বেঁচে আছি, তাদের আর শান্তির ঘুম হবে না। শুধু সময়ের অপেক্ষা। তাদের আমরা আপাদমস্তক দেখে নেব, তাদের কলিজা কত বড় হয়ে গেছে।'

'আমরা আপনাদের স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমাদের এই সুযোগ হয় যে, পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে, সেদিন পঞ্চগড়ের মানুষ দেখবে, একটা জেলা আসলে কেমন হওয়া উচিত ছিলে আর আপনাদের এতদিন কীভাবে মুলা ঝুলিয়ে রাখা হয়েছে', বলেন তিনি।

এর আগে, পঞ্চগড় জেলা এনসিপির আয়োজনে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে শুরু হয় লংমার্চ। এতে বেশ কয়েকটি পিকআপ ও পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। এসময় এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা ছাড়াও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে জানতে পঞ্চগড়ে নেসকো কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের কেউ সাড়া দেননি।

 

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago