‘জামায়াতের সঙ্গে জোটের’ সমর্থনে এবার নাহিদকে ১৭০ এনসিপি নেতার চিঠি

জামায়াতে ইসলামীসহ যেকোনো দলের সঙ্গে জোট গঠনে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির অন্তত ১৭০ কেন্দ্রীয় নেতা।

এছাড়া, আজ রোববার বিকেল পর্যন্ত ১২২ জনের বেশি এনসিপি নেতা দলের আহ্বায়কের কাছে এ বিষয়ে পৃথক চিঠি পাঠিয়েছেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জামায়াত-এনসিপি জোটের সমর্থনে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি ফরোয়ার্ড করেছেন। এখন পর্যন্ত ১৭০ জন সমর্থন জানিয়েছেন এবং তাদের মধ্যে ১২২ জন পৃথক চিঠি পাঠিয়েছেন। অন্যরাও চিঠি দেবেন বলে আশা করা হচ্ছে।'

এনসিপি সূত্র জানায়, জামায়াতের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে গতকাল ৩০ নেতার চিঠি দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর জোটের সমর্থনে প্রচারণা শুরু হয়।

জামায়াতের সঙ্গে জোটের সমর্থনে এনসিপি নেতাদের চিঠিতে বলা হয়, 'দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি আমাদের সুস্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে।'

'আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে,' যোগ করা হয় চিঠিতে।

নাহিদ ইসলামকে যারা চিঠি দিয়েছেন তাদের মধ্যে আছেন—এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া ও এহতেশাম হক, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, আলী নাসের খান, মাহিন সরকার,  আশিকিন আলম, ডা. আব্দুল আহাদ, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জোবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, কৈলাশ চন্দ্র রবিদাস প্রমুখ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago