জুলাই সনদে সই করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।
আজ শুক্রবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, যদি তারা (এনসিপি) পরবর্তীতে সই করতে চায়, করতে পারে। এতে তারা পুরোপুরি এটার বাইরে চলে যায়নি। হয়তো তাদের কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি।
তিনি আরও বলেন, গতকাল ফেসবুকে দেখেছি, একটি দল জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে।
জাহিদ হোসেন আশ্বস্ত করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কে সই করছে, কে করছে না এবং কীভাবে এটি বাস্তবায়িত হবে তা দেখতে সারা দেশই অপেক্ষা করছে।
'রাষ্ট্র একবার সিদ্ধান্ত নিলে এর বাস্তবায়ন নিয়ে ভয় বা সন্দেহের কোনো জায়গা থাকে না,' বলেন তিনি।
Comments