আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান

জুলাই আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া কোনো সনদই অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
তিনি বলেন, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রদূতদেরও অন্তর্ভুক্ত করতে হবে।
আজ শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, আমি এ মুহূর্তের সৃষ্ট পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি। জুলাই সনদ নিয়ে অনেকেই হয়তো পুরোপুরি একমত নাও হতে পারেন, তবে সেটি বড় কোনো বিষয় নয়। আসলে আমি মনে করি, বিষয়টি একেবারেই স্বাভাবিক।
তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ হঠাৎ করে সব বিষয়ে একমত হবে, এমন প্রত্যাশা অবাস্তব।
বিএনপির এ নেতা বলেন, সত্যি বলতে, যদি তা হতো, তাহলে আমরা আবারও বাকশালের মতো একদলীয় ব্যবস্থায় ফিরে যেতাম।
সমন্বয়ের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি সত্যিই তা পালনে সক্ষম ছিলেন? একইসঙ্গে প্রশ্ন জাগে, অন্তর্বর্তী সরকারের জন্য এমন জটিল উদ্যোগ নেওয়া আদৌ প্রয়োজনীয় ছিল কি না।
'একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সরকারের হাতে বিষয়টি ছেড়ে দেওয়াই কি বেশি যৌক্তিক হতো না?' যোগ করেন তিনি।
Comments