ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজেপি ও বিএনপি অফিসের সামনে, গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার নতুন বাজার বিজেপি জেলা কার্যালয়ের সামনে বিএনপির মিছিলের একটি অংশ এসে পৌছলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, সকাল ১১টায় বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। একই সময় মিছিল করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মিছিলে থাকা নেতাকর্মীরাদের একাংশ বিজেপি কার্যালয়ের সামনে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

ভোলার এসপি তরিকুল হক, আমরা দুই পক্ষকে আলাদা রুটে মিছিলের অনুমতি দিয়েছিলাম। কিন্তু বিএনপির মিছিলের একটি অংশ রুট চেঞ্জ করে বিজেপি অফিসের সামনে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ১৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে করি, সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago