‘শাপলা কলি’ মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, তালিকা চূড়ান্ত এ মাসেই

নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) 'শাপলা কলি' প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চলতি মাসেই দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

নাহিদ বলেন, 'গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দেই। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা "শাপলা" দিতে গড়িমসি করে।'

'এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপিকে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়' বলে মন্তব্য করেন নাহিদ।

'অবশেষে এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে' জানিয়ে তিনি বলেন, 'এই পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের সাড়া পেয়েছি।'

তিনি বলেন, 'আমরা জুলাই সনদের জন্য সারাদেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি।'

এনসিপি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আহ্বায়ক নাহিদ বলেন, 'আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। "শাপলা কলি" মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো ইনশাল্লাহ।'

'জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন,' বলেন তিনি।

নাহিদ আরও বলেন, 'আমরা সারাদেশে জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করব।'

'শাপলা মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেবো,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা মানুষের কাছ থেকে যে সাড়া-সমর্থন পেয়ে এসেছি, নির্বাচনেও সেই প্রতিফলন পাব বলে আমরা প্রত্যাশা করি।' 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago