বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।

আজ বুধবার দলগুলোর পক্ষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আট দলীয় জোটের নেতাকর্মীরা আগামীকাল সারা দেশে 'ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে' সড়কে অবস্থান নেবেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি দেওয়ায় এই ঘোষণা এলো।

মুজিবুর রহমান আরও বলেন, 'আমরা সব দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে আমাদের সঙ্গে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।'

অন্যদিকে, পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ও সমমনা আটটি দল।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। যদি সাক্ষাতের পরও আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা তার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাব।'

আগামী শুক্রবার এই পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো।

জোটটি আরও ঘোষণা করেছে, আগামী রোববার সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে।

পরওয়ার আরও বলেন, 'আমাদের মূল দাবি হলো—জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে।'

তিনি আরও বলেন, তারা চান জাতীয় নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হোক।

Comments

The Daily Star  | English

All primary students receive textbooks on first day of new year: adviser

30% of secondary level textbooks have yet to reach schools, sources at NCTB say

8m ago