এ জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না: শেখ হাসিনা প্রসঙ্গে জামায়াত

জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘিরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এই জাতি সাহসের সঙ্গে প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, 'আমরা মনে করি যে, আজকে এই জাতি প্রমাণ করে দিলো যে কর্তৃত্ববাদী শাসক, হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এ জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না।'

'আওয়ামী ফ্যাসিবাদ ও এর দোসরদের দেশব্যাপী জ্বালাও, পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে' আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'কয়েক দিন ধরেই ১৩ নভেম্বরকে কেন্দ্র করে একটা অরাজকতা, নাশকতা, উৎকণ্ঠা সৃষ্টির একটা অপপ্রয়াস ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেশব্যাপী শুরু হয়েছিল। জাতির মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছিল।'

'কিন্তু আমরা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল মাঠে-ময়দানে ছিলাম, এখনো আছি, আমরা খুব আস্থাশীল ছিলাম যে, জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যারা অপরাধী, যারা খুনি, যারা লুটেরা, যারা গণতন্ত্র, জাতিসত্ত্বা ও মূল্যবোধ হরণকারী, তাদেরকে এই জাতি যেভাবে বিদায় দিয়েছে, এদের পক্ষে আর এই জাতির মাঝে ফিরে আসা সহজ নয়।'

পরওয়ার আরও বলেন, 'তারা (আওয়ামী লীগ নেতাকর্মীরা) যে হুমকি-ধামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সব কিছুই এ জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি।'

এ পর্যায়ে ভারতের আশ্রয়ে থেকে বাংলাদেশবিরোধী অবস্থান নিয়ে শেখ হাসিনার বিভিন্ন উসকানিমূলক বক্তব্য-বিবৃতির সমালোচনাও করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ভারত সরকার তাকে এ 'সুযোগ করে দেওয়ায়' বিস্ময়ও প্রকাশ করেন তিনি।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, 'আমরা খুব বিস্মিত হই ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে লালিত হয়ে সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একজন ফেরারি আসামি, ট্রাইব্যুনালে যার বিচার চলছে এবং তার রায়ের দিন আজ ঘোষিত হয়েছে, তিনি কী করে গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয়-প্রশ্রয়ে লালিত হয়ে তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডিভাইস, তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন।'

'প্রধান উপদেষ্টাসহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের ওপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি-ধামকি দিয়ে এই দেশে অশান্তি, অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পাঁয়তারা করছেন, এতে আমরা খুব বিস্মিত।'

প্রেস ব্রিফিংয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক হাসিনার রায়ের দিন ঘোষণার বিষয়টিকে সাধুবাদ জানানো হয়। একইসঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিচারে দুটি ট্রাইব্যুনালে 'দ্রুততা ও স্বচ্ছতার' সঙ্গে যেভাবে বিচারিক কর্মকাণ্ড পরিচালিত করছে, তাতে সন্তোষ প্রকাশ করেন গোলাম পরওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অনেকে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

5h ago