শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন, 'তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।'
সালাহউদ্দিন আরও বলেন, 'এটা নিয়মিত মিটিং। বিভিন্ন রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন কেন্দ্রিক ও প্রচারের কৌশল নির্ধারণের জন্য আমরা আলোচনায় বসেছিলাম।'


Comments