‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্থগিত হওয়া 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, '৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।'

এ সময় তিনি কর্মসূচির বিস্তারিত সূচি তুলে ধরেন। সূচি অনুযায়ী:

৭ ডিসেম্বর ছাত্রদলের সভা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ডিসেম্বর সেমিনার উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের সভা উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের সভা উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১১ ডিসেম্বর বিএনপির আয়োজনে সভার উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান রিজভী। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

15h ago