নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার ‘হাত-পা ভাঙা’র হুমকি বিএনপি প্রার্থীর

নজরুল ইসলাম আজাদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রদল নেতার 'হাত-পা ভেঙে দিয়ে' এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

ওই ছাত্রদল নেতার অভিযোগ, তিনি বিএনপিরই আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারী হয়ে ভোটের মাঠে কাজ করায় এমন হুমকি দেন ধানের শীষের প্রার্থী।

অভিযুক্ত নেতা নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি। তিনি আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

ভুক্তভোগী ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়ার বাড়ি উপজেলার পাঁচরুখী এলাকায়। তিনি নজরুল ইসলাম আজাদের প্রতিবেশীও। কিন্তু তিনি ওই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল ভূঁইয়া বলেন, গত শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে কল করেন নজরুল ইসলাম আজাদ। সুমনের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করায় তাকে 'হাত-পা ভেঙে ফেলার' হুমকি দেন আজাদ। সুমনের পক্ষে কাজ করলে তাকে এলাকায় আসতেও বারণ করেন।

তাদের এই কথোপকথনের তিন মিনিটের একটি অডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই কথোপকথনে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়, 'তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো। আমি তোমাকে বললাম, কালকে থেইকা তুমি হাইজাদীতে (আড়াইহাজারে সুমনের এলাকা) থাকবা অথবা ধানমন্ডিতে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভাই ফাইন, তারপরে পাচরুখীতে চলে আসবা। আর যদি চেঞ্জ না হয় তাহলে আর তুমি কোনোদিন পাচরুখীতে আসবা না, তোমার কোন প্রতিষ্ঠান, কোন ব্যবসা-বাণিজ্য কিছু থাকবে না পাঁচরুখীতে।'

'...আমার বাপ, চাচা, আমার পরিবার কেউ কোন কিছু বললেও কোনো লাভ হবে না। আমি তোমাকে বললাম ফাইনালি- তুমি অনেক বড় বেয়াদব, তোমার অনেক বেয়াদবি আমি দেখছি। তোমার অনেক কিছু আমি জানি। তুমি তোমার ওস্তাদের (সুমন) সঙ্গে কথা বলো, এবং আমি যেইটা বললাম সেইটা করো। নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না। আমি তো ডাইরেক্ট বললাম। কোন ভায়া-মিডিয়া না, আমি তোমাকে মিন করেই বললাম।'

এ সময় ছাত্রদল নেতা রাসেল 'আমি আপনার কোনো ক্ষতি করি নাই' বললে তাকে আবারও হুমকি দেন নজরুল ইসলাম আজাদ।

আজাদ মুঠোফোনে রাসেলকে বলেন, 'তুমি থাকবা না কালকে থেইকা। মনোনয়ন চেঞ্জ হইলে তুমি আসবা, এর আগে আসবা না। নজরুল ইসলাম বাবুর (সাবেক আওয়ামী লীগের এমপি) এজেন্ডা তোমরা বাস্তবায়ন করতেছো। এইটা আমি করতে দেবো না।'

নজরুল ইসলাম বাবুর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি ছাত্রদল নেতা রাসেল উল্লেখ করলে মেজাজ হারান নজরুল ইসলাম। তিনি তখন রাসেলকে 'অশালীন ভাষায়' গালাগালি করেন বলেও অডিও ক্লিপে শোনা যায়।

যদিও এ অডিও ক্লিপের বিষয়ে যোগাযোগ করতে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের দুটি মুঠোফোনের নম্বরে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। আরেকটি নম্বরে কল করলেও তিনি তা রিসিভ করেননি।

রোববার রাতে সাবেক ছাত্রদল নেতা রাসেল ভূঁইয়া এ প্রতিবেদককে বলেন, তার বাড়ি আজাদের বাড়ির পাশেই। তিনি মাহমুদুর রহমান সুমনের পক্ষে কাজ করায় নজরুল ইসলাম আজাদ তাকে এ ধরনের হুমকি দিয়েছেন। বিষয়টি তিনি দলীয় জ্যেষ্ঠ নেতাদের জানিয়েছেন।

'এই হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি এলাকায় ফিরলে হাত-পা ভেঙে দিবে বলছে। বাপ-মা তুলে গালাগাল করছেন। আমি শুক্রবারের পর থেকে বাড়িতে যাইনি। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম আজাদ তার লোকজন আমার বাড়িতে পাঠিয়েছে। আমি কী করবো বুঝে উঠতে পারতেছি না', শঙ্কা প্রকাশ করে বলেন ওই ছাত্রদল নেতা।

তিনি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরিকল্পনা করলেও তা করবেন কিনা তা নিয়েও শঙ্কায় আছেন বলে জানান রাসেল।

এ বিষয়ে বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, 'আমি অডিও রেকর্ডটি শুনেছি। ভিন্ন মতের প্রতি সহনশীলতা জাতীয়তাবাদী রাজনীতির প্রাথমিক গুণ। একজন দলীয় কর্মীর সঙ্গে দলের একজন পদধারী নেতার এমন আচরণ আমাকে মর্মাহত করেছে। এ বিষয়ে দল যা ভালো মনে করে তাই করবে।'

তবে, এমন অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসেনি বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

তিনি বলেন, 'এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago