গোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

ছবি: স্টার

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

'বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে' উল্লেখ করে তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু তাদের কাছে জানতে চাই।

আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। এর আগে দলের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীরা জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ছবি: স্টার

মির্জা আব্বাস বলেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি—১৯৪৭ সাল, ১৯৭১ সাল, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই। এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago