‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না।'

আসন্ন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সামনের নির্বাচনটি হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলে তারা প্রত্যাশা করেন। তিনি বলেন, এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে 'হ্যাঁ' বলতে 'শাপলা কলি' প্রতীক নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় নেব না।

এর আগে দলের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। স্বাধীন বাংলাদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিয়ে বাঁচার সংকল্প করেছিল। দেশের তরুণ, সাধারণ মানুষ ও কৃষকেরা মুক্তির সংগ্রাম করেছিলেন। আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে সেই সকল মুক্তিকামী মানুষদের স্মরণ করি এবং আমাদের যারা শহীদ হয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে, সেই সকল শহীদদের স্মরণ করি। আমাদের বীরাঙ্গনাদের স্মরণ করি—তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম।

নাহিদ ইসলাম বলেন, ৫৪ বছরের ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুত দেশ বিনির্মাণ করা সম্ভব হয়নি। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত না হয়ে উল্টো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে গণঅভ্যুত্থান ও গণবিপ্লব সংগঠিত হয়েছে। তিনি বলেন, 'আমরা মনে করি, ৪৭ থেকে ৭১ এবং ৭১ থেকে ২৪—এই ভূখণ্ডের মানুষ যে ঐতিহাসিক লড়াই করেছে, আমরা সেই লড়াইয়ের উত্তরসূরি। সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।'

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচন বানচালের নানা অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এখন স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চায়। এ সময় তিনি ওসমান হাদীকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় সরকারের সমালোচনা করেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago