‘তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে’

মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। 

মির্জা আব্বাস বলেন, 'দেশের মঙ্গল বা শান্তি চায় না—এমন এক শ্রেণির লোক বাংলাদেশে বসবাস করে, তাদের দেখতে বাংলাদেশি মনে হয়। কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মানুষবেশী শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না।'

তিনি বলেন, 'খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময়ে তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলো, হাদিকে হত্যা করল। আর এটার বদনাম চাপানোর চেষ্টা করছিল বিএনপির ওপর।'

'তারেক রহমান আসবেন, একটা হত্যাকাণ্ড হলো। তারপর ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটল, মনে হলো সাজানো একটা ছক। এই ছকের মধ্য দিয়ে তারা এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়,' যোগ করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, 'দেশের মঙ্গল বা শান্তি চায় না—এমন এক শ্রেণির লোক বাংলাদেশে বসবাস করে, তাদের দেখতে বাংলাদেশি মনে হয়। কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মানুষবেশী শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না।'

বিএনপির এই নেতা আরও বলেন, 'তারা ১৯৪৭ সালে পাকিস্তানকে পছন্দ করে নাই, পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপর বহু ঘটনা আছে। আজ তারা দাঁত-নখ বিস্তার করে দেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন-জখম-রাহাজানি শুরু করেছে।'

'বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে দেশের সর্বত্র অসহায়ত্বের ধ্বণি শোনা যাচ্ছে। দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে,' যোগ করেন তিনি।

'দেশের মানুষ সব জানে ও বোঝে' মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, 'এই সব ষড়যন্ত্রকারীদের ১৯৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ২০২৫ এ এসেও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেবো না।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago