প্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের আগে গোয়েন্দা তথ্য সরকার কেন আমলে নেয়নি—এম প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজ রোববার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় সালাহউদ্দিন এমন প্রশ্ন তোলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের কিছু দায়িত্ব নিতে হবে ক্রিটিসিজম ছাড়া আমরা এগোতে পারব না, কোনো সরকারও এগোতে পারে না।'
'দুটি বিষয় আমি বিশেষভাবে বেছে নিতে চাই—জাতীয় ঐক্য ও অপশক্তিকে রোখা। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোগিতা, গঠনমূলক সমালোচনা, সরকারের সঙ্গে বোঝাপড়া—এই সবকিছুই জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন,' বলেন তিনি।
এটা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, 'অপশক্তির উত্থানের কথা সবাই বলেছেন। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা অপশক্তির একটি রূপ ও কর্মতৎপরতা লক্ষ্য করেছি, যা গত কয়েকদিনে আরও স্পষ্ট হয়েছে।'
গত বৃহস্পতিবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, 'যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে—এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এ ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে ইন্টেলিজেন্স রিপোর্ট সবসময় থাকে। আমরা সেই রিপোর্টের কথাও জেনেছি। কিন্তু সেটা কেন আমলে নেওয়া হলো না?'
'আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সত্ত্বেও কেন তারা এক-দুই ঘণ্টা পরে সাড়া দিল—এই প্রশ্নগুলো রয়ে গেছে। কাদের হাতে আমরা এই রাষ্ট্রব্যবস্থা দেবো—সেটা নির্ধারণ করার দায়িত্ব যাদের, যারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তাদের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমরা চাই, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করুক। ব্যক্তিকে শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য নয়। নেতৃত্ব থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক রাজনীতির কোনো স্থান আমরা দেবো না। দলতান্ত্রিক স্বৈরতন্ত্রও আমরা কখনো উৎসাহিত করব না—এটাই আমাদের অঙ্গীকার।'

Comments