৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে সমাবেশটি হবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
এ ছাড়া মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ২২ ডিসেম্বর রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছেন। পাশাপাশি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। সমাবেশ ঘিরে জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার কথা আছে।
বিষয়টি নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, 'বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভেন্যু এখনো ঠিক হয়নি। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।'


Comments