‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
'প্রিয় বাংলাদেশ' বলে বক্তব্য শুরু করেন তিনি।
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৪ মিনিটে জনসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান তিনি।
বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি বাস থেকে নামেন এবং মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করেন।
তারেক রহমান বাস থেকে নামার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও বাস থেকে নামেন।
বিমানবন্দর থেকে মঞ্চে পৌঁছাতে তারেক রহমানের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।
মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানকে বহনকারী বাসটি মঞ্চের কাছাকাছি এলে মঞ্চ থেকে 'তারেক রহমানকে স্বাগতম' স্লোগান দেওয়া হয়।
এর আগে ৩০০ ফিট সড়কে প্রবেশের পর বিপুল মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়।
বক্তব্য শেষ করার পর তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।


Comments