প্রতিষ্ঠার পর প্রথম গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন।
২০০৮ সালে এই কার্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম তিনি সেখানে গেলেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা ৪৩ মিনিটে দিকে তারেক রহমান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান।
সেসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে, গুলশানের নিজ বাসা থেকে বের হন তারেক রহমান।


Comments