গণঅধিকারে যোগ দিয়ে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নিলেন মেঘনা আলম
গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
আজ রোববার বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন এবং ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নেন মেঘনা আলম।
সেখানে সংবাদ সম্মেলনে মেঘনা বলেন, 'গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হয়েছি আজ। পাশাপাশি ট্রাক প্রতীকে ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি।'
যোগাযোগ করা হলে মেঘনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার নিজস্ব ক্যাম্পেইন টিম ও গণঅধিকারের ক্যাম্পেইন টিম একসঙ্গে আমার নির্বাচনী প্রচারণা চালাবে।'
তিনি বলেন, 'গণঅধিকার পরিষদ দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমি বেশ কিছুদিন দেখে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। এছাড়া দলটির প্রধান নুরুল হক নুরের সংগ্রাম দেখে এবং নিজে রাজনৈতিকভাবে ভুক্তভোগী হওয়ায় আমি মনে করি, ক্ষমতাসীনদের কারণে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ে, সেটা থেকে মানুষকে বের করতে রাজনীতিতে যোগ দেওয়া দরকার।'
মেঘনা আলম আরও বলেন, 'পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।'


Comments