তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরে বিষয়টি জানিয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, আমি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়নের আবেদনপত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছি।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের সই নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয়, তার চেয়ে আমরা বেশি সই সাবমিট করেছি। প্রায় দুইশর মতো বেশি ছিল। সেখান থেকে উনারা দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে আটজনের তথ্য সঠিক পেয়েছেন। দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না।
তিনি আরও বলেন, তারা জানতেন না, তারা ঢাকা ৯ এর ভোটার নন। তাদের জানার কোনো উপায় ছিল না। তারা জানতেন, তারা ঢাকা-৯ আসনের ভোটার। নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি, ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার।
আপিলে মনোনয়নপত্র বৈধ হলে জয়ের বিষয়ে আশাবাদী কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, অবশ্যই আশাবাদী। আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যে যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা-জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে।


Comments