কয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় সিলেট নগরের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, অতীতের মতো এবারও বিএনপি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে গণমাধ্যমে কিছু শঙ্কা প্রকাশ করা হলেও বিএনপি শঙ্কা বোধ করে না। শুরু থেকেই দলটি নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং সবার সহযোগিতা পেলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে।
ফখরুল আরও বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ বিদায় নিয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়কে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে গড়ে ওঠে না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে তৈরি হয় না। বিএনপি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংসদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে দেশে একটা কালচার হয়েছে, যেটা মব ভায়োলেন্স, মবোক্রেসি। যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, আর তা সম্ভব কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে।


Comments