খাগড়াছড়িতে ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, ‘ভুয়া’ বলছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
গত সোমবার বিকেলে এনসিপির খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এসময় খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপিতে যোগদান করায় সেদিন দলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাসহ চার নেতা নিরুপণ চাকমা, অমরধন চাকমা ও আব্দুর রহমান ছায়াদকে বহিষ্কার করে এনসিপি।
তবে গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টিকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করে তারা।
জেলা এনসিপির দপ্তর সম্পাদক রবিউল জিহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তিন শতাধিক নেতাকর্মীর নামের তালিকায় বহিষ্কৃত চারজন ছাড়া বাকিরা এনসিপির সঙ্গে অফিসিয়ালি সম্পৃক্ত নন।
এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব ত্রিপুরা ডেইলি স্টারকে বলেন, 'স্বাধীনতাবিরোধী একটি দলের সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করার বিষয়টি আমরা মেনে নিতে পারিনি। তাই তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।'
খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, 'এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেছেন। আমাদের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ফুল দিয়ে তাদের বরণ করেছেন। এতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।'

Comments