চমেক হাসপাতালে গুলিবিদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে

নন্দনকাননে এক দফা দাবিতে আন্দোলনকালীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা তুহিন শুভ্র দাশ।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—মো. আলাউদ্দিন (২৬), সোহরাব হোসেন (২২), ফয়সাল (২৫), আশরাফুল (৩০), জাহাঙ্গীর (২৬), সৌরভ (২২), মনির (২২), চিশতী (২৮), তাহমিন (১৯), শান্ত ইসলাম (২২), মাঈনউদ্দিন (২৪), কাওছার হোসেন (২৪), মো. মারুফ (২৭), মাহবুব হোসেন (২৪), এহসান উল্যাহ (২৮), মো. শাহীন (২৬), শাহীন (২৪), আদিল (২৫), শাকিব উদ্দিন (২৩), রিদোয়ান (২৪), সাকিব উদ্দিন (২৩), ফারুক (২০), জয়নাল আবেদীন, সাজিদুল হক এবং আইনজীবী এস এম আবু তাহের।

এদিকে এখনও নগরীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ও ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

নিউমার্কেট, তিন পোলের মাথা ও আমতল এলাকায় নিয়মিত বিরতিতে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Tk 2.21cr extorted daily from city transport

Finds govt probe; transport sector now controlled mostly by BNP-linked influentials

10h ago