চট্টগ্রাম

চাঁদাবাজির অভিযোগে আটক ২ ‘সমন্বয়ক’ পুলিশ হেফাজতে

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

বন্দরনগরী চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে 'ছাত্র সমন্বয়ক' পরিচয় দেওয়া দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

তারা হলেন, শাহরিয়ার সিকদার ও আবির চৌধুরী। আজ বুধবার রাত ৯টায় এই প্রতিবেদন তৈরি পর্যন্ত তারা ডবলমুরিং থানা হেফাজতে ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই দুজনসহ আরও কয়েকজন আগ্রাবাদ এলাকার বরিশাল হোটেলে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।'

'স্থানীয়রা তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। এরপর আমরা দুজনকে হেফাজতে নিই,' বলেন ওসি।

ওসি আরও বলেন, 'আমরা চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছি। তারা নিশ্চিত করেছেন যে আটক দুজন সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত আছেন।'

যোগাযোগ করা হলে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজামউদ্দীন ডেইলি স্টারকে বলেন, 'ওই হোটেলে ছাত্রলীগের নেতাকর্মী অবস্থান করছে, এমন খবর পেয়ে শাহরিয়ার ও আবিরসহ কয়েকজন সেখানে গিয়েছিলেন। পরে চাঁদাবাজির অভিযোগ তুলে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়।'

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'He did not say he was leaving'

2h ago