চট্টগ্রামে মাটি খুঁড়ে পাওয়া গেল পুরোনো মর্টার শেল

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের কালুরঘাট এলাকা থেকে দুটি পুরোনো মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন ও শ্রমিকরা একটি খাল খননের সময় এক্সকাভেটরের সাহায্যে মাটি সরাতে গেলে মর্টার শেল দুটি পান।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন ডেইলি স্টারকে জানান, 'সোমবার খনন কাজ চলাকালে মর্টার শেল পাওয়ার কথা আমাদের জানান শ্রমিকরা।'

'ঘটনাস্থল পরিদর্শনের পর আমরা এলাকার নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীকে জানাই। তবে, তারা ব্যস্ত থাকায় আমরা কাউন্টার টেররিজম বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি জানাই।'

আজ সকালে কাউন্টার টেররিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. গোলাম রুহুল কুদ্দুস ডেইলি স্টারকে জানান, 'ছবি দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরানো। আমাদের সদস্যরা মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করার জন্য রেখেছেন।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

46m ago