শুভেচ্ছা সফরে রুশ যুদ্ধজাহাজ এখন চট্টগ্রামে

চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ। ছবি: স্টার

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। আজ রোববার যুদ্ধজাহাজ 'রেজিক' 'হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ' এবং 'পেচেঙ্গা' চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বন্দরে রাশিয়ার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার এন্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসালসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ 'বানৌজা খালিদ বিন ওয়ালিদ' তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকগণ পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

এ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজগুলো পরিদর্শন করবেন।

সফর শেষে রাশিয়ার জাহাজগুলো আগামী বুধবার বাংলাদেশ ত্যাগ করবে।

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'He did not say he was leaving'

2h ago