ওমান থেকে ফ্লাইটে আসা ৫৩৬ কার্টন সিগারেট ও ৮ ফোন জব্দ

জব্দ করা সিগারেট। ছবি: সংগৃহীত

ওমান থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দিলীপ দাশ ও মোহাম্মদ সেলিম নামের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে।' 

তিনি আরও জানান, যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments