ভুয়া পরিচয়ে চবিতে ২ বছর, টাকাও ধার নিয়েছিলেন শিক্ষার্থী-দোকানদারদের থেকে
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভুয়া শিক্ষার্থী শনাক্ত করে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে সীমান্ত ভৌমিক নামে এক সন্দেহভাজনকে আটক করে প্রক্টরিয়াল দপ্তরে সোপর্দ করে।
শিক্ষার্থীরা জানান, সীমান্ত গত কয়েক মাস ধরে নিজেকে মেরিন সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিলেন।
তারা আরও জানান, অভিযুক্ত সীমান্তের বাড়ি খুলনা সদরে বলে তিনি জানিয়েছেন। তিনি ২০২৪ সাল থেকে নিজেকে চবি শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন।
তার বিরুদ্ধে শিক্ষার্থী ও দোকানদারদের কাছ থেকে কমপক্ষে ১৮ হাজার টাকা ধার নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. ইখলাস বিন সুলতান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তের অস্বাভাবিক আচরণ এবং বারবার টাকা ধার চাওয়ার কারণে আমাদের সন্দেহ হয়। আজ সকালে যখন আমরা তাকে আটকাই, তখন তিনি স্বীকার করেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।'
দর্শনের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, 'সীমান্ত ভৌমিক সাউথ ক্যাম্পাস এলাকায় থাকতেন এবং দোকানদার ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতেন। তিনি নিজেকে মেরিন সায়েন্সের শিক্ষার্থী দাবি করলেও বিভাগের কেউ তাকে চেনেন না।'
আটকের পর সীমান্ত স্বীকার করেছেন যে তিনি ২০২৪ সাল থেকে সাউথ ক্যাম্পাস এলাকায় বাস করছেন এবং বিভিন্নজনের কাছ থেকে ১৮ হাজার ৬০০ টাকা ধার নিয়েছেন।
জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. শহীদ সারওয়ার্দী ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তকে আটক করতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে নিরাপত্তা অফিসে হস্তান্তর করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
প্রক্টর জানান, গত ২৭ নভেম্বর মিনহাজ ইসলাম নামে আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।


Comments