সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ব্রিটিশ দাবাড়ু বালিকার রেকর্ড

বোধনা শিবানন্দন। ফটো কৃতজ্ঞতা: ইংলিশ চেস ফেডারেশন

ব্রিটিশ বালিকা দাবাড়ু বোধনা শিবানন্দন মাত্র ১০ বছর বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে একজন গ্রান্ডমাস্টারকে হারানোর রেকর্ড এখন বোধনার দখলে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের উত্তর-পশ্চিমে বেড়ে ওঠা বোধনা রোববার লিভারপুলে অনুষ্ঠিত ২০২৫ সালের ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারায়।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) জানিয়েছে, বোধনার বয়স তখন মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন ছিল। এর মাধ্যমে সে আমেরিকান দাবাড়ু ক্যারিসা ইয়িপের রেকর্ড ভেঙে দিয়েছে। ক্যারিসা ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে প্রথম গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

বোধনা এখন পেয়েছে উইম্যান ইন্টারন্যাশনাল মাস্টার (ডাব্লিউআইএম) খেতাব। এটি মূলত 'উইমেন গ্র্যান্ডমাস্টার' উপাধির এক ধাপ নিচে। তবে দাবার সর্বোচ্চ খেতাব হলো 'গ্র্যান্ডমাস্টার', বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজু ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়দের আছে।

মজার বিষয় বোধনা একবার বিবিসিকে বলেছিল, তারা পরিবারে আগে কেউ দাবায় ভালো ছিল না। করোনাকালে মাত্র ৫ বছর বয়সে খেলনা-গেমসের সঙ্গে পাওয়া এক দাবার বোর্ড থেকেই তার যাত্রা শুরু।

তার ভাষ্য ছিল, 'একটি ব্যাগে আমি দাবার বোর্ড দেখি, আর গুটিগুলো আমার খুব ভালো লাগে। প্রথমে সেগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, এগুলো দিয়ে আমি সত্যিকারের খেলা শিখতে পারি। সেখান থেকেই আমার শুরু।'

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

20m ago