আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ‘লাল চাঁদ’ দেখা যাবে বাংলাদেশ থেকেও

আজ রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক অঞ্চল, ইউরোপ এবং আফ্রিকা থেকে এই দৃশ্য দেখা যাবে।

বিরল এই মহাজাগতিক ঘটনাটি 'ব্লাড মুন' নামে পরিচিত। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়। এই দৃশ্য হাজারো বছর ধরে অনুসন্ধিতসু মনের মানুষকে বিস্মিত করে আসছে।

এশিয়া মহাদেশ, বিশেষ করে ভারত ও চীন থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এটি স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার পূর্বাংশ থেকেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী, আজ রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে।

উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান এএফপিকে জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৌঁছানো একমাত্র সূর্যের আলো 'পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসৃত ও বিচ্ছুরিত' হয়ে আসে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে ছোট হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ কারণেই চাঁদকে লাল বা রক্তাভ দেখায়।'

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমার প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য পরিষ্কার আকাশ থাকাই যথেষ্ট।

এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এ বছরের মার্চ মাসে এবং তার আগেরটি হয়েছিল ২০২২ সালে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago