আজ যেসব দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে।
দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ওই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত রোববার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
আজ এই তালিকায় আরও কয়েকটি দেশ যোগ দিতে পারে।
জাতিসংঘের ওই সম্মেলনে যৌথ-সভাপতিত্ব করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। দিনের পরবর্তী অংশে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে এমন দেশগুলো হলো:
- ফ্রান্স
- বেলজিয়াম
- লুক্সেমবার্গ
- অ্যান্ডোরা
- সান মারিনো
- মাল্টা
ইতোমধ্যে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের দুই তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
পরাশক্তিদের মধ্যে যারা এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইতালি ও জার্মানি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, তারা বিষয়টি বিবেচনা করছেন।
এ সপ্তাহের পরবর্তী অংশে তারা এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন।
Comments