আজ গাজায় ঢুকেছে ১৭ ত্রাণবাহী ট্রাক, নিহত বেড়ে ৪৬৫১ 

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত এক ভবনের ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে উদ্ধারের চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

গাজায় গতরাত থেকে হামলা জোরদারের কথা জানিয়েছে ইসরায়েল। এতে প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫১ জনে।

আজ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু। আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জনেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় ১১৭ শিশুসহ ২৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে আজ ত্রাণবাহী ১৭টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।

রাফাহ সীমান্ত থেকে এএফপির সংবাদদাতা জানান, ইসরায়েলের জোর হামলার মধ্যেই ওষুধ, খাদ্য এবং পানিবাহী ১৭টি ট্রাককে গাজায় ঢুকতে দেখা গেছে।

জাতিসংঘ বলছে, গাজাবাসীর জন্য প্রতিদিন প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন।

অপরদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান।

তেহরানে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি যুক্তরাষ্ট্র ও তার প্রক্সিকে (ইসরায়েল) সতর্ক করছি যে, তারা যদি অবিলম্বে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করে, তাহলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে এবং এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।'

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামীকাল সোমবার ইরান সফরে যাবেন বলে নিশ্চিত করেছেন তার মন্ত্রণালয়ের মুখপাত্র।

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

10h ago