ঝাপোরিঝঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১২

ঝাপোরিঝঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবনে দমকলবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ছবি: এপি

ইউক্রেনের ঝাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববারের এ হামলায় বেশ কিছু অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে বার্তাসংস্থা এপি জানিয়েছে।

হামলার পরপর ঝাপোরিঝঝিয়া সিটি কাউন্সিল ১৭ জন নিহতের কথা বললেও, পরে তা সংশোধন করে ১২ জন নিহতের কথা জানানো হয়েছে। 

তবে রোববার বিকেলে আঞ্চলিক পুলিশ ১৩ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, ঝাপোরিঝঝিয়াকে পুরোপুরি নিজেদের আয়ত্তে আনতে মস্কো এ ধরনের হামলা চালিয়ে চাপ প্রয়োগ করতে চাইছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রুশ অধিকৃত এলাকায় ৬টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় অন্তত একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ে।  

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ৪ অঞ্চল খেরসন, ঝাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দেন।

এদিকে শনিবার জ্বালানিবোঝাই ট্রাক বিস্ফোরণে ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুর একাংশ ধসে পড়ে এবং এতে অন্তত ৩ জন নিহত হন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে সেতুটি একটি গুরুত্বপূর্ণ রুট।

এই সেতু বিধ্বস্তের পরই একাধিক হামলার ঘটনা ঘটে এবং এর মধ্যেই ঝাপোরিঝঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হলো।

ঝাপোরিঝঝিয়ার সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তেভ জানান, ক্ষেপণাস্ত্র হামলায় অ্যাপার্টমেন্টগুলোর দরজা-জানালা উড়ে গিয়ে কয়েকশ ফুট দূরে গিয়ে পড়েছে। হামলায় অন্তত ৫০টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আহত অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

তবে রুশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago