নেপোলিয়ন-হিটলারের মতো মাখোঁও রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে: মস্কো

২০২২ সালের একটি যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: রয়টার্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে নেপোলিয়ন বোনাপার্ট ও এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি তাকে পারমাণবিক হুমকি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও তাসে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মাখোঁ বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়ার হুমকির কথা বিবেচনা করে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার ইউরোপের মিত্রদের সঙ্গে ভাগাভাগি করার কথা বিবেচনা করছে।

তিনি আরও জানান, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোর সেনাপ্রধানদের সঙ্গে সামনে তিনি বৈঠক করবেন।

তার এই বক্তব্যকে 'ভীষণ আক্রমণাত্মক' বলে অভিযোগ করেছে ক্রেমলিন।

'এটা অবশ্যই রাশিয়াকে দেওয়া একটি হুমকি,' বলেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

তিনি আরও বলেন, '(মাখোঁর মতো) আগে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল—নেপোলিয়ন, হিটলার—তারা অন্তত স্পষ্টভাবে বলেছিল, 'আমাদের রাশিয়া দখল করতে হবে। রাশিয়াকে হারাতে হবে'। কিন্তু মাখোঁ সে তুলনায় এতটা কৌশলী না।'

মাখোঁ ও ইউরোপীয় নেতাদের ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেন ল্যাভরভ।

তার মতে, এমন পদক্ষেপকে ইউক্রেনে ন্যাটোর উপস্থিতিই বিবেচনা করবে মস্কো।

আজ রুশ গণমাধ্যমে প্রকাশিত একাধিক কার্টুনে মাখোঁকে নেপোলিয়ন বোনাপার্টের আদলে দেখানো হয়েছে। নেপোলিয়ন ১৮১২ সালে রাশিয়া দখল করতে গিয়ে পরাজিত হয়েছিলেন।

পারমাণবিক অস্ত্রাগারের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দুই দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। এরপর চীনের কাছে প্রায় ৫০০, ফ্রান্সের ২৯০ ও যুক্তরাজ্যের ২২৫টি পারমাণবিক ওয়ারহেড আছে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

1h ago