'১০০ ইসরায়েলি নাগরিক ও সেনা অপহৃত'

ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেসের স্মৃতিতে পতাকা অর্ধনমিত করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (২০১৬)
ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেসের স্মৃতিতে পতাকা অর্ধনমিত করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (২০১৬)

ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলের ১০০ বেসামরিক নাগরিক ও সেনাকে জিম্মি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস।

আজ রোববার দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ইসরায়েলি দূতাবাস জানায়, সামরিক ও বেসামরিক মিলিয়ে জিম্মির সংখ্যা ১০০।

পোস্টে আরও দাবি করা হয়, এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়িয়েছে।

ইসরায়েল এখনো এই সংখ্যাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গতকাল হামাস দাবি করে তারা ইসরায়েলের ৫৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরি দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনীর 'জ্যেষ্ঠ কর্মকর্তাদের' আটক করা হয়েছে।

তবে ইসরায়েলি কর্মকর্তারা মেজর জেনারেল পদমর্যাদার কেউ জিম্মি হওয়ার কথা অস্বীকার করেছেন। এর বাইরে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

 

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago